সাম্প্রতিক খবর

জুন ২৬, ২০১৮

মাটি তীর্থে বছরভর কৃষকদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার

মাটি তীর্থে বছরভর কৃষকদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার

পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত মাটি তীর্থে সারা বছর কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কৃষি দপ্তর।

বছরভর এই প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য কৃষি সংক্রান্ত সাম্প্রতিক তথ্য, আধুনিক প্রযুক্তি ও খবর সম্বন্ধে কৃষকদের অবগত করা। যেমন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে কি করে কৃষির উন্নতি করা যায় তা শেখানো হবে।

জুন মাসের ১৩ তারিখ কৃষি দপ্তরের আধিকারিকরা মাটি তীর্থে যান এবং এই উদ্যোগ বাস্তবায়িত করতে কি কি পরিকাঠামোগত পরিবর্তন প্রয়োজন তার সম্বন্ধে বিস্তারিত রিপোর্ট তৈরী করেন।

পূর্ব বর্ধমানের মাটি তীর্থতেই প্রতি বছর জানুয়ারি মাসে মাটি উৎসব অনুষ্ঠিত হয়। অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি এখানে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন কৃতি কৃষকদের সম্মানিত করেন।