সাম্প্রতিক খবর

জুন ৭, ২০১৮

মুচলেকাবদ্ধ শ্রম বন্ধ করতে ডেটাবেস তৈরি করছে রাজ্য সরকার

মুচলেকাবদ্ধ শ্রম বন্ধ করতে ডেটাবেস তৈরি করছে রাজ্য সরকার

মুচলেকাবদ্ধ শ্রম বন্ধ করতে রাজ্য শ্রম দপ্তর বিস্তারিত তথ্য-সম্বলিত একটি ডেটাবেস তৈরি করছে। এতে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত এরকম নানা শ্রমিকদের কীভাবে সাহায্য করা হয়েছে তাঁর বিস্তারিত তথ্য থাকবে।

ওই দপ্তরের এক আধিকারিকের কথা অনুযায়ী সমস্ত জেলা থেকে তথ্য সংগ্রহ করা হবে। জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতায় একদিন ব্যাপী একটি কর্মশালাও করা হবে এই বিষয়ে। এই কর্মশালায় অংশ নেবেন রাজ্য সরকারের সংশ্লিষ্ট আধিকারিক এবং মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা।

এই মুহূর্তে, রাজ্যে প্রতিটি জেলাতে জেলাশাসকের নেতৃত্বে একটি করে ভিজিল্যান্স কমিটি আছে যা মুচলেকাবদ্ধ শ্রম বন্ধ করতে কাজ করে। এরকম শ্রমিকদের যথোপযুক্ত পুনর্বাসন পেতে ও বিভিন্ন কর্মসংস্থান প্রকল্পে তাদের নথিভুক্ত করতে সাহায্য করে দপ্তর।