জুন ২, ২০১৮
এবার সরকারি হাসপাতালে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা বিভাগ

সারা বাংলা জুড়ে জেলা হাসপাতালগুলিতে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য ও পরিচর্যা-সংক্রান্ত আলাদা বিভাগ খোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই স্বতন্ত্র বিভাগগুলি বয়স্কদের স্বাস্থ্যের নানা দিক পর্যালোচনা করে তাঁদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করবে।
সামগ্রিকভাবে রাজ্য সরকার চাইছে যে প্রথমে কয়েকটি জেলা হাসপাতালে এই প্রকল্প চালু করা হবে। তারপর বিভিন্ন পর্যায়ে সারা রাজ্যে চালু করা হবে এই বিভাগ।
বর্তমানে রাজ্য সরকারি হাসপাতালে ও মেডিকেল কলেজে বয়স্ক রোগীদের জন্যে বর্হিবিভাগে এরকম সুযোগ আছে। এই বর্তমান পরিকাঠামোর সামগ্রিক উন্নতির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
স্বাস্থ্য দপ্তরের সুত্র অনুযায়ী, বয়স্কদের স্বাস্থ্য পরিষেবা চার ভাগে ভাগ করা হবে- বর্হিবিভাগ, অন্তর্বিভাগ, জরুরি সেবা বিভাগ এবং হোমকেয়ার।
তারা ব্যাপক শারীরিক, জ্ঞানীয় এবং মনোবিজ্ঞানের মূল্যায়ন, ব্যক্তিগত যত্ন পরিকল্পনা, পুনর্বাসন এবং ঔষধের নিরাপদ ব্যবহারের উপর প্রস্তাবনাগুলি প্রদান করবে। শারীরিক, মানসিক, মনোসামাজিক স্বাস্থ্য প্রশিৰা যেমন দেওয়া হবে, তেমনই ব্যক্তিগত যত্ন সংক্রান্ত পরামর্শ, পুনর্বাসন, এবং ওষুধের নিরাপদ ব্যবহার নিয়েও পরামর্শ দেওয়া হবে।