জুন ৭, ২০১৮
পর্যটকদের গাইড করতে এবার জেলাতেও ট্যুর সেন্টার

দেশ বিদেশ ভিন রাজ্যের এমনকি এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওপর প্রান্তে ঘুরতে আসা পর্যটকদের গাইড করতে জেলায় জেলায় ট্যুর সেন্টার খুলছে রাজ্যের পর্যটন দপ্তর। প্রাথমিকভাবে বিভিন্ন জেলায় ৫০টির মতো ট্যুর সেন্টার খোলা হবে। ওই সেন্টারগুলিতে পর্যটকরা পৌঁছলে ভ্রমণ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে হাজির থাকবেন দপ্তরের কর্মীরা।
কোনও একটি পর্যটন ক্ষেত্রে গিয়ে কথায় থাকবেন, কোথায় কোথায় ঘুড়বেন, কি খাবেন, ওই এলাকার বিশেষত্বই বা কি, কেনাকাটা কি করা যেতে পারে-সব তথ্যই মিলবে এক ছাদের তলায় ট্যুর সেন্টারে। এর পাশাপাশি ওই নির্দিষ্ট এলাকার ইতিহাস, বিশেষত্ব, কোন জায়গায় যাওয়া অনুচিত বা কি করা চলবে না, জানা এসবও। বাংলা, হিন্দি ও ইংরাজি তিন ভাষাতেই মিলবে গাইড।
ইতিমধ্যেই কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে এই পরিষেবা চালু করেছে রাজ্য। এই পরিষেবা এবার রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়া হবে। টেন্ডার প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে।
বিমানবন্দরের পাশাপাশি কলকাতায় আরও চার জায়গায় খোলা হবে এই ট্যুর সেন্টার। কলকাতা ও শিয়ালদহ স্টেশন, রবীন্দ্রসদন ও মধুসূদন মঞ্চে সেন্টারগুলি খোলা হচ্ছে।
হাওড়া স্টেশন, সাঁতরাগাছি, দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ ও ডায়মন্ডহারবার রেলস্টেশন, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদহ-সহ সব জেলাতেই বিভিন্ন জায়গায় এই ট্যুর সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে।