জুন ২৪, ২০১৮
প্রকল্পের অবস্থা দেখতে ইন্টিগ্রেটেড প্রোজেক্ট মনিটরিং সিস্টেম

দপ্তরের আধিকারিকদের শুধু মুখের কথা নয়, যে কোনও সরকারি প্রকল্পের কাজের হাল হকিকত এল ক্লিকে দেখে নিতে ইন্টিগ্রেটেড প্রোজেক্ট মনিটরিং সিস্টেম নামে অত্যাধুনিক প্রযুক্তি চালু করতে চলছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবের মতো প্রশাসনের শীর্ষ কর্তারা প্রয়োজন মতো প্রতিটি প্রকল্পেরই খুঁটিনাটি দেখে নিতে পারবেন এক মুহূর্তে।
এই প্রযুক্তির মূল উদ্দেশ্য রাজ্যের সমস্ত দপ্তরের সরকারি প্রকল্পের কাজ তৃণমূল স্তরে কতটা হয়েছে বা কতটা পৌঁছেছে তা প্রতিমুহূর্তেই পরখ করে নেওয়া। এক কথায় প্রশাসনের শীর্ষ মহল থেকে সমস্ত সরকারি প্রকল্পের কাজের ওপর নজরদারি চালাতেই এই ব্যবস্থাপনা গ্রহণ করতে চলেছে রাজ্য প্রশাসন।
এই প্রযুক্তি চালু করতে আগামী ১৫ দিনের মধ্যেই সমস্ত দপ্তরের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যসচিব। তারপরেই নতুন ব্যবস্থাপনা চালু করা হবে। এই নতুন প্রযুক্তির রুপায়নের বিষয়ে চূড়ান্ত ব্যবস্থাপনা প্রস্তুত।
ইতিমধ্যে ই-গভর্নেন্সের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের বিভিন্ন অ্যাপ ও ওয়েব নির্ভর প্রযুক্তি রয়েছে। যেগুলি থেকে ওই নির্দিষ্ট দপ্তরের সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি বোঝা সম্ভব নয়। ইতিমধ্যে রাজ্য সরকারের প্রশাসনিক ক্যালেন্ডার অনুসারে দপ্তরগুলি কাজ করছে কি না তা খতিয়ে দেখার জন্য নির্দিষ্ট সফটওয়্যার চালু করেছে। তবে এই নতুন প্রযুক্তিতে কোনও নির্দিষ্ট দপ্তর নয়, সমস্ত দপ্তরের কাজ দেখা সম্ভব হবে এক মুহূর্তে। দরকার হবে মোবাইলেও সব জানা যাবে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম জেলা ও রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠক শুরু করেন। জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তরের সরকারি প্রকল্পগুলির খুঁটিনাটির খোঁজখবর নেয়। দপ্তরের সচিব এবং ওই নির্দিষ্ট জেলার জেলাশাসক প্রকল্পের বাস্তব অবস্থার হাল হকিকত জানায় মুখ্যমন্ত্রীকে।