সাম্প্রতিক খবর

জুন ৪, ২০১৮

সুফল বাংলা স্টলের সংখ্যা বেড়ে হবে ১০০

সুফল বাংলা স্টলের সংখ্যা বেড়ে হবে ১০০

সুফল বাংলার সাফল্যের পর, কৃষক ও উপভোক্তাদের আরও সুবিধা প্রদানের জন্য সুফল বাংলা স্টলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

কৃষি বিপণন মন্ত্রী বলেন, ২০১৮ সালের জুনের মধ্যে স্টলের সংখ্যা বাড়িয়ে ১০০ করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই রাজ্যে সুফল বাংলার ৬৭ টি কাউন্টার ও মোবাইল ভ্যান চালু হয়ে গেছে।

২০১৪ সালে প্রথম ‘সুফল বাংলা’ চালু করে রাজ্য সরকার। কৃষকদের কাছ থেকে সরাসরি ফল ও সবজি কিনে বিভিন্ন বিপণন কেন্দ্র থেকে গ্রাহকদের কাছে বিক্রি করা হয়। এর মাধ্যমে কৃষক, ক্রেতা সকলেই সঠিক মূল্যে জিনিস কিনতে পারেন।

মন্ত্রী আরও বলেন, শীঘ্রই এই আউটলেটগুলিতে মুরগির পাশাপাশি কোয়েলের ডিম ও মাংস পাওয়া যাবে। মাদার ডেয়ারির পায়েসও পাওয়া যাবে।

কলকাতায় বেশ কয়েকটি নতুন আউটলেট খোলা হবে – বেহালা, কাঁকুড়গাছি, সল্টলেক, রাজরহাট, হেঁদুয়া এবং আলিপুরে।