সাম্প্রতিক খবর

জুন ২৯, ২০১৮

এক লক্ষ কৃষকদের পেনশন দেবে রাজ্য সরকার

এক লক্ষ কৃষকদের পেনশন দেবে রাজ্য সরকার

এক লক্ষ প্রবীণ কৃষককে বার্ধক্য-ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যে সকল কৃষকের বয়স ষাট বা তার বেশী, তারা সকলে উপকৃত হবেন এই উদ্যোগে।

এই মুহূর্তে ৬৯ হাজার কৃষক এই ভাতা পান। আরও ৩১ হাজার চাষিকে এই ভাতার আওতায় আনা হবে। এর পাশাপাশি মাসিক ভাতার পরিমানও বাড়ানো হয়েছে। ৭৫০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে কৃষকদের বার্ধক্য-ভাতা।

তৃণমূল কংগ্রেস সরকার গত সাত বছরে রাজ্যের কৃষিক্ষেত্রে নতুন প্রাণের সঞ্চার করেছে। কৃষিজমিতে ঋণ মুকুব থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাষিদের সাহায্য করেছে রাজ্য সরকার। কৃষকদের আয়ও বেড়েছে তিনগুন। আর রাজ্যের খাদ্যশস্য উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। যার পরিণামস্বরূপ পরপর পাঁচ বছর কেন্দ্রীয় সরকারের কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার।

সম্প্রতি মুখ্যমন্ত্রী বীরভূম জেলা সদর সিউড়িতে একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। এখানে কৃষি-বিজ্ঞানী, গবেষক এবং বিশেষজ্ঞরা সারা বছর কৃষকদের প্রশিক্ষণ দেবেন।