জুন ২২, ২০১৮
অ্যাপ ক্যাবে কড়া ভাড়া, রাজ্য কড়া

অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণে এবার কঠোর হল রাজ্য৷ শহরে অন্যতম জনপ্রিয় দুটি অ্যাপ ক্যাব কর্তৃপক্ষকে কড়া চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে৷ ১৫ দিনের মধ্যে ক্যাব কর্তৃপক্ষের কাছে জবাব তলব করে রাজ্য৷
সম্প্রতি ক্যাবের ভাড়া বাড়া–কমা, এমনকী নির্দিষ্ট ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি রাজ্য সরকারের নজরে আসার পরই এই সিদ্ধান্ত। এবার ক্যাবগুলোর ওপর নজর রাখবে রাজ্য। শেয়ার বা পুল ক্যাবে যাত্রীদের অহেতুক বেশি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরই ভাড়া অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রশাসন সূত্রে খবর, চিঠি পাঠিয়ে অ্যাপ ক্যাবগুলির ভাড়া নির্ধারণের পদ্ধতি জানতে যাওয়া হয়েছে রাজ্যের তরফে৷ দুর্যোগ, উৎসবে অতিরিক্ত ভাড়া নেয় ক্যাবগুলি৷ চাহিদা ঊর্ধ্বমুখী হলেই ভাড়া বাড়ানো হয় উত্তরোত্তর৷ ক্যাবগুলির এই ব্যবস্থার বিরোধিতা করা হয়েছে সরকারের তরফে৷
পাশাপাশি কীসের ভিত্তিতে অ্যাপ ক্যাবগুলি ভাড়া নিচ্ছে, কী ভিত্তিতে টাকা পায় গাড়িমালিক ও চালক, সে–সম্বন্ধেও বিস্তারিত তথ্য চেয়েছে রাজ্য৷ অ্যাপ ক্যাব সংস্থার জবাব পাওয়ার পর অ্যাপ-ক্যাবের ভাড়া সংক্রান্ত সকল বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবহণ দপ্তর।