জুন ১৫, ২০১৮
কৃষকদের স্বার্থে নতুন পদক্ষেপ রাজ্যের

ধান থেকে তুষ আলাদা করতে রাজ্যের সরকারি ধান সংগ্রহ ও বিপণন কেন্দ্রগুলিতে পৃথকীকরণ যন্ত্র বসাবে সরকার। এই উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য কৃষি ও খাদ্য দপ্তরের তরফে।
অনেক কৃষকদের তরফে অভিযোগ আসছিল যে বিভিন্ন গুদাম মালিকেরা অনেক সময় ধান বা অন্য শস্য সংগ্রহের সময় বেশি ওজনের হিসেবে তাদের প্রতারিত করে।
কৃষিমন্ত্রী বলেন, “আমরা কোনও রকম প্রতারণা বরদাস্ত করব না। কৃষকদের তাদের ন্যায্য মূল্য দিতেই হবে। কৃষকরা যাতে কোনও অসাধু ব্যক্তির দ্বারা প্রতারিত না হন, তার জন্য আমরা প্রত্যেকটি সরকারি সংগ্রহ কেন্দ্রে ও বিপণন কেন্দ্রগুলিতে পৃথকীকরণ যন্ত্র বসাব। এই উদ্যোগটি কৃষিদপ্তর ও খাদ্য দপ্তর যৌথভাবে নিয়েছে।”
তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা, মাটি, মানুষের সরকারের মন্ত্রী হল সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা। কৃষকদের উন্নয়নের জন্য নানাবিধ কর্মসূচি ইতিমধ্যেই নেওয়া হয়েছে সরকারের তরফে।