সাম্প্রতিক খবর

জুন ২৪, ২০১৮

স্বল্পমূল্যে মিলবে পাইপলাইনে রান্নার গ্যাস

স্বল্পমূল্যে মিলবে পাইপলাইনে রান্নার গ্যাস

রাজ্য মন্ত্রীসভার বৈঠকে ছাড়পত্র পেয়েছে কলকাতা মেট্রোপলিটন এলাকা তথা বৃহত্তর কলকাতার বাসিন্দাদের জন্য নায্যমূল্যে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের ‘সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্ট’।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রীসভার এহেন জনমোহিনী সিদ্ধান্তের কথা নবান্নে সাংবাদিক সম্মেলনে জানান পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে এদিন যে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী, সেটি ঐতিহাসিক।

বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ প্রকল্প আগামী পাঁচ বছরের মধ্যে শেষ হবে বলে পুর ও নগরোন্নয়নমন্ত্রী জানিয়েছেন।

প্রকল্পের জন্য গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড (জিসিজিএস) এবং গেইল একটি যৌথ অংশীদারিত্বের সংস্থাও শুরু করেছে। এই সংস্থায় গেইলের ৭৪ শতাংশ এবং জিসিজিএস-এর ২৬ শতাংশ শেয়ার রয়েছে।

দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়ার কেএমডিএ এলাকার বাসিন্দারা নায্যমূল্যে পাবেন রান্নার গ্যাস। মোট ৬ হাজার কোটি টাকার এই প্রকল্পের জন্য আগামী দু’বছরে পাইপলাইন পাতা বাবদ ১৪৪ কোটি টাকা খরচ করা হবে।