সাম্প্রতিক খবর

জুন ৩০, ২০১৮

হাঁসের খামার খুলতে সাহায্য রাজ্যের

হাঁসের খামার খুলতে সাহায্য রাজ্যের

রাজ্যে হাঁসের ডিম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উৎসাহ প্রকল্প চালু করছে রাজ্য সরকার। কারণ, হাসের ডিমে অনেক বেশী প্রোটিন এবং উপকারী ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে।
এছাড়া, ব্যবসার নিরিখে হাঁস পালন অধিকতর লাভজনক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ বিশেষ উৎসাহ প্রকল্প চালু করছে।এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীকে হাঁসের খামার খুলতে সব রকম সাহায্য প্রদান করা হচ্ছে। ইচ্ছুক স্বনির্ভর গোষ্ঠীরা স্থানীয় পঞ্চায়েত বা বি.এল.ডি.ও. অফিসে যোগাযোগ করতে পারেন।

বিশেষ মূলধনী অনুদান প্রদান দেওয়া হবে।

খামার খুলতে প্রয়োজনীয় জমি কেনার স্ট্যাম্প শুল্ক ও রেজিস্ট্রেশন ব্যয়ে ভর্তুকি প্রদান।

এছাড়াও ৫ বছর পর্যন্ত মেয়াদী ঋণে সুদের উপর ভর্তুকি প্রদান ও বিদ্যুতের দামে ও মাশুলে ভর্তুকি প্রদান।

বিস্তারিত জানতে ফোন করতে হবে এই নম্বরগুলিতে – (০৩৩) ২৩৩৫৪০৬৮ এবং ৭৬০৪০১০১০০ নম্বরে। এছাড়া, লগ অন করতে হবে এই ওয়েবসাইটে www.darahwb.org বা সরাসরি যেতে হবে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সংশ্লিষ্ট জেলার উপ-অধিকর্তার সঙ্গে।