সাম্প্রতিক খবর

জুন ১৮, ২০১৮

১৬০০ ফায়ার অপারেটর নিচ্ছে রাজ্য

১৬০০ ফায়ার অপারেটর নিচ্ছে রাজ্য

১৬০০ ফায়ার অপারেটর পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই পরীক্ষার আয়োজন করবে। মাধ্যমিক যোগ্যতা মানের এই পরীক্ষার সম্ভাব্য দিন চলতি বছরের ১৫ সেপ্টেম্বর।

চাকরি পাওয়ার জন্য প্রার্থীকে প্রথমে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। তারপর হবে শারীরিক পরীক্ষা। এরপর হবে মৌখিক পরীক্ষা।

এই পরীক্ষার জন্য রাজ্যজুড়ে ২৭টি কেন্দ্র নির্বাচন করেছে কমিশন। www.pscwbapplication.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দরখাস্ত করতে হবে।

পরীক্ষার্থীদের বয়স চলতি বছরের ১ জানুয়ারি ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়স হবে ২৭ বছর। তবে তপসিলি জাতি ও উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণীর জন্য সরকারি বিধিতে যে বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে, এখানে তা মানা হবে।

সৌজন্যে: বর্তমান