সাম্প্রতিক খবর

জুন ২৯, ২০১৮

পাটুলির ভাসমান বাজারকে ঢেলে সাজাবে রাজ্য সরকার

পাটুলির ভাসমান বাজারকে ঢেলে সাজাবে রাজ্য সরকার

বাইপাসের ধারে অবস্থিত পাটুলির অভিনব ভাসমান বাজারকে ঢেলে সাজাবে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি। এএই বাজারটিকে সাধারণ মানুষের জন্য আরও আকর্ষণীয় ও অভিগম্য করে তুলতেই এই উদ্যোগ।

পাটুলির ভাসমান বাজারে ১১৪টি নৌকোতে ২২৮ জন দোকানদার আছেন। এইরকম বাজার পূর্ব ভারতে এই প্রথম। থাইল্যান্ডের ব্যাংককে এরকম বাজার আছে। পাটুলির বাজার চালু হয় জানুয়ারি মাসে। ইতিমধ্যেই প্রতিদিন সন্ধ্যাবেলা এই বাজারটি স্থানীয় মানুষের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে।

এই বাজারে যে সব পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে:

বিদ্যুতের জন্য, পরিবেশ-বান্ধব সৌর-বিদ্যুৎ চালিত সোলার প্যানেল বসানো হবে। আলোর সংখ্যাও বাড়ানো হবে।

বর্ষায় সময় যাতে ক্রেতাদের অসুবিধা না হয়, সেই কথা ভেবে মাথার ওপর শেড লাগানো হবে।

এই বাজারে চারটি জোন বা বিভাগ আছে – মাছ, মাংস-ডিম, ফল-ফুল-সব্জি এবং মুদীখানার পণ্যদ্রব্য। এই চারটি বিভাগের জায়গা করার পরিকল্পনা আছে যাতে সব্জি ও মাছের বিভাগগুলি পাশাপাশি করা যায়।

যে প্ল্যাটফর্মগুলির ওপর ক্রেতারা যাতায়াত করে, সেগুলি মেরামত করা হবে।

এই বাজারের লাগোয়া একটি শৌচালয় তৈরী করা হবে।

পাটুলির বাজারের চত্ত্বরে একটি ফুড পার্ক তৈরী করা হবে, যেখানে চা ও অন্যান্য হালকা খাবার পাওয়া যাবে।

এই অঞ্চলে বসার জায়গা বাড়ানো হবে, যাতে আরও মানুষ এখানে এসে বসতে পারেন।

এই জলাশয়ে আরও দুটি ফোয়ারা বসানো হবে।

এই জলাশয়ের দক্ষিণ প্রান্তকেও সাজানো হবে।

কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির কারিগরি সাহায়তা কমিটি এই প্রস্তাবগুলি খতিয়ে দেখছে। তাদের ছাড়পত্র মিললেই কাজ শুরু হবে।

ছবির উত্স