জুন ১৪, ২০১৮
নতুন দুটি উড়ালপুল তৈরীর পরিকল্পনা সরকারের

যানজট মুক্তির জন্য আরও দুটি উড়ালপুল তৈরীর পরিকল্পনা করছে রাজ্য সরকার। চোখের নিমেষেই এবার শিয়ালদা থেকে ডানলপ যাওয়া যাবে।তৈরি হচ্ছে জোড়া উড়ালপুল। একইসঙ্গে চওড়া হচ্ছে ডানলপ থেকে বারাকপুর পর্যন্ত বিটি রোডও। প্রস্তাবিত প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ৯৮০ কোটি টাকা।
প্রথম উড়ালপুলটি শুরু হবে রাজাবাজার ট্রামডিপোর সামনে থেকে। রাজাবাজার, মানিকতলা, খান্না হয়ে উড়ালপুলটি শেষ হবে বাগাবাজার বাটায়। রাজাবাজার থেকে বাগবাজার পর্যন্ত উড়ালপুলটির দৈর্ঘ্য হবে ৪.৮ কিলোমিটার।
অন্যদিকে, টালা ব্রিজ পেরনোর ঠিক পর থেকে শুরু হবে দ্বিতীয় উড়ালপুলটি। সেখান থেকে চিড়িয়ামোড়, সিঁথিমোড় হয়ে উড়ালপুল চলে যাবে সোজা ডানলপ পর্যন্ত। টালা থেকে ডানলপ পর্যন্ত উড়ালপুলটি হবে ৬.২ কিলোমিটার দীর্ঘ। ডানলপ মোড়ের কাছে এসে দু’ভাগে ভাগ হয়ে যাবে উড়ালপুলটি। একটি ভাগ চলে যাবে ব্যারাকপুরের দিকে, অন্যটি দক্ষিণেশ্বরের দিকে। দুটি উড়ালপুলই ছয় লেনের হবে।
একইসঙ্গে, যান চলাচল আরও মসৃণ করতে চওড়া হচ্ছে বিটি রোডও। ডানলপ থেকে বারাকপুর পর্যন্ত বিটি রোড ছয় লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, বারাকপুর থেকে বারাসাত পর্যন্ত চার লেনের রাস্তা হচ্ছে।