জুন ২৪, ২০১৮
‘বন্যপ্রাণ সাথী’ প্রকল্পে দ্বিতীয় দফায় আবেদন

‘বন্যপ্রাণ সাথী’ প্রকল্পে দ্বিতীয় দফায় আবেদনপত্র চাইল রাজ্য। ৩০শে জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
ইতিমধ্যেই রাজ্যের এই প্রকল্প সারা ফেলে দিয়েছে প্রকৃতিপ্রেমীদের মধ্যে। জঙ্গলে ফরেস্ট গার্ডদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে খাওয়াদাওয়া, জঙ্গলে নানা রকমের প্রাণী দেখার সুযোগ করে দিয়েছে রাজ্যের বনদপ্তর। এর মধ্যে আছে ৬টা জাতীয় পার্ক ও ১৫টা অভয়ারণ্য। বিভিন্ন প্রাণী, গাছ, নানান পতঙ্গ দেখা যায়।
প্রথম দফায় বেশ কয়েকজন স্কুল শিক্ষক, অধ্যাপক, কলেজপড়ুয়া, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী, ব্যাবসায়ী কয়েকটি জঙ্গলে ঘুরে এসেছেন। যারা জঙ্গলে ঘুরতে যাচ্ছেন, তারা পর্যটক হিসেবে নয়, পরিবেশ ও প্রকৃতিপ্রেমী হিসেবেই যাচ্ছেন।
প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ শাখা) বলেন, ‘এই ধরনের প্রকল্প ভারতবর্ষে এই প্রথম। যারা জঙ্গলে যাচ্ছেন, তাদের বনকর্মীদের কঠোর পরিশ্রমের ব্যাপারেও অভিজ্ঞতা হচ্ছে। জঙ্গলের নানান দিক দেখতে পাবেন তারা। থাকা খাওয়া বিনামূল্যে হলেও, জঙ্গলের এই অভিজ্ঞতা পেতে গেলে এককালীন অর্থ জমা দিতে হচ্ছে। একদিন প্রশিক্ষণ দেওয়া হবে, জঙ্গলের নিয়মকানুন সম্পর্কে। তারা ঘুরে আসার পর নিজেদের এলাকায় বন ও বন্য প্রাণী সংরক্ষণের বিষয়ে সচেতনতা ছড়াতে পারবেন।’