জুন ১১, ২০১৮
সাত বছরে রাজ্যের কৃষকদের আয় তিনগুণ বাড়িয়েছে রাজ্য সরকার

মাত্র সাত বছরে রাজ্যের কৃষকদের আয় তিন গুণ বাড়িয়ে অন্য রাজ্যগুলির জন্য একটি দৃষ্টান্ত তৈরী করেছে পশ্চিমবঙ্গ সরকার। সাত বছর আগের তুলনায় ২০১৭-১৮ আর্থিক বর্ষে রাজ্যের কৃষকদের আয় বেড়ে তিন গুণ হয়েছে।
কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ সালে কৃষকদের গড় বার্ষিক অ্যায় হয়েছে ২.৯১ লক্ষ, যা ২০১৬-১৭ সালে ছিল ২৩৯১২৩ টাকা এবং ২০১০-১১ সালে ছিল মাত্র ৯১ হাজার টাকা।
এটা সম্ভব হয়েছে তৃণমূল সরকারের একের পর এক কৃষকদের আর্থ সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কর্মসূচী নেওয়া এবং প্রকল্প গ্রহণ করার ফলে। যেহেতু প্রত্যয়িত বীজ খুব কম দামে পাওয়া যাচ্ছে, কৃষকদের ফলন খুব বেশী হারে বেড়েছে। কৃষি বৃদ্ধির হার খুব বেশী মাত্রায় বেড়েছে, যার ফলে বেড়েছে রাজ্যের অর্থনীতি বৃদ্ধির হার।
কৃষি দপ্তর থেকে ভর্তুকিযুক্ত মূল্যে ধানের বীজ এবং চাষিদের অনেক জায়গা দেওয়া হয়েছে যেখানে তারা ন্যায্য মূল্যে আনাজ বিক্রি করতে পারেন, অনেক সরকার পরিচালিত দোকান, কৃষক বাজার। বাম আমলের ফড়ে ব্যবস্থার অবসান ঘটিয়েছে মা মাটি মানুষের সরকার।
রাজ্য সরকার ৪০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে কৃষকদের। কৃষি দপ্তর থেকে ধানের বীজ হয় ৫০ শতাংশ মূল্যে দেওয়া হয় বা প্রতি কিলোতে চাষিদের ২০ টাকা করে দেওয়া হয়, যেটা কম হবে। একজন কৃষক একসঙ্গে সর্বাধিক ১০০ কিলো বীজ পেতে পারেন। ভর্তুকির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্কে পৌঁছে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসা থেকেই চাষিদের উন্নয়নের দিকে নজর দিয়েছেন, এবং একের পর এক প্রকল্পের মাধ্যমে তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করছেন।