সাম্প্রতিক খবর

জুন ১৬, ২০১৮

রাজ্যের লক্ষ্য ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন

রাজ্যের লক্ষ্য ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন

আগামী বছরের মধ্যে এ রাজ্যে সৌরবিদ্যুতের উৎপাদন ২০০ মেগাওয়াটে নিয়ে যেতে চায় রাজ্য সরকার।

বর্তমানে এখানে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৭০ মেগাওয়াট। সম্প্রতি এক অনুষ্ঠানে এই তথ্য দিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, তাঁরা বিদ্যুতের সংবহনে ক্ষতি কমাতে হরেক প্রকল্প নিচ্ছেন।

২০২৫ সালের মধ্যে তাঁরা রাজ্যের অন্তত ৭৫টি শহরে মাটির তলা দিয়ে কেবল নিয়ে যেতে উদ্যোগ নিয়েছেন। এতে বিদ্যুতের গুণগত মানও বাড়বে বলে দাবি করেছেন শোভনদেববাবু।

তিনি বলেন, রাজ্য সরকার আগামী কয়েক বছরের মধ্যে এ রাজ্যে হরেক বিদ্যুৎ প্রকল্পে প্রায় ১৫ হাজার কোটি টাকা খরচ করবে।