জুন ১২, ২০১৮
রাজ্যের পার্কগুলিকে প্লাস্টিক বর্জিত ঘোষণা করল বনদপ্তর

গত বছর বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভকে প্লাস্টিকমুক্ত ঘোষণা করেছিল রাজ্য সরকার। ঠিক একইভাবে এ বছরের পরিবেশ দিবসে রাজ্য ফের পদক্ষেপ করল।
এবার থেকে রাজ্যে বনদপ্তরের নিয়ন্ত্রণাধীন ছোট–বড়–মাঝারি সব ধরনের উদ্যান বা পার্কের ভেতর প্লাস্টিক ক্যারিব্যাগ ও প্লাস্টিক নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মঙ্গলবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস থেকেই বন দপ্তরের এই ঘোষণা বলবৎ হয়েছে।
বনমন্ত্রী বলেন, বন দপ্তরের পার্কগুলিকে দূষণমুক্ত রাখতেই এই ঘোষণা মঙ্গলবার থেকেই লাগু করা হল। এই ঘোষণার ফলে এখন থেকে পার্কগুলিতে কেউ আর প্লাস্টিক নিয়ে ঢুকতে পারবে না। প্লাস্টিক নিয়ে কেউ পার্কে ঢুকলে তৎক্ষণাৎ জরিমানা করা হবে।
তিনি জানান, এরপর ধাপে ধাপে উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্প, গোরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানকেও প্লাস্টিক বর্জিত এলাকা হিসাবে আমরা ঘোষণা করবো। এই তিন জঙ্গলকে প্লাস্টিক বর্জিত ঘোষণা করার আগে সচেতনতামূলক অভিযানও চালানো হবে।
সৌজন্যে: বর্তমান