সাম্প্রতিক খবর

জুন ২৭, ২০১৮

মৎস্যচাষে দেশের জন্য নজির গড়ল বাংলা

মৎস্যচাষে দেশের জন্য নজির গড়ল বাংলা

বিশাখাপত্তনমে জাতীয় মৎস্য উন্নয়ন প্রসাদ আয়োজিত দু’দিন ব্যাপী আলোচনা সভা সহ মৎস্য উৎসবে রাজ্য সরকার চালিত রাজ্য মৎস্য উন্নয়ন নিগম সারা দেশের জন্য নজির সৃষ্টি করল।

দুদিনের এই উৎসবে প্রায়োগিক আলোচনা ছাড়াও প্রদর্শনী, মৎস্য উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর বলেন যে নোনা জলের মাছ যে পুকুরেও চাষ করা যায় তা জেনে উৎসবে আগত প্রতিনিধিরা খুব অভিভূত হয়েছিলেন। হেনরিজ আইল্যান্ডে এই চাষ করা হচ্ছে। সবাই বাংলার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রদর্শনীতে রাজ্যের কাঁচা মাছ ছাড়াও রান্না করা বিভিন্ন মাছের পদও ছিল। রীতিমত সাড়া ফেলেছে বাংলার মাছ ও মাছের পদগুলি। জাতীয় স্তরে বাংলার নামী মাছ ও মাছের পদ তুলে ধরতে এটি ছিল উল্লেখযোগ্য পদক্ষেপ।

২০১১ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে রাজ্যের মৎস্য দপ্তর দেশের প্রথম সারিতে নিজের স্থান করে নিয়েছে। আগামী ১০ই জুলাই অনুষ্ঠিত হতে চলা জাতীয় মৎস্যজীবী দিবসে রাজ্য মৎস্য দপ্তরকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।সেখানে দেশের বিভিন্ন রাজ্যের মৎস্য দপ্তরের প্রতিনিধি, বিজ্ঞানী, উদ্যোগপতি এবং আনুমানিক ৫০০ মৎস্যজীবী উপস্থিত থাকবেন।

ছবির উৎস