জুন ১৯, ২০১৮
পণ্য রপ্তানিতে এগোচ্ছে রাজ্য: অমিত মিত্র

বিদেশে পণ্য রপ্তানিতে রাজ্য ক্রমশই এগিয়ে যাচ্ছে। ২০১৬–১৭ সালের আর্থিক বর্ষের তুলনায় ২০১৭–১৮–তে পণ্য রপ্তানি বেড়েছে।
সোমবার ‘অ্যাক্সিলারেটিং এক্সপোর্ট’ শীর্ষক এক আলোচনাসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী ড. অমিত মিত্র। তিনি বলেন, ‘বিদেশে পণ্য রপ্তানিতে রাজ্যের ১১.১৭ শতাংশ বৃদ্ধি হয়েছে।’
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’–এর প্রস্তুতি হিসেবে রাজ্য সরকার দেশ ও বিদেশে নানা রকম প্রস্তুতি নিচ্ছে। তারই অন্যতম অঙ্গ হিসেবে এই আলোচনাসভার আয়োজন করে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম। সহযোগিতা করেছে ফিকি।
রপ্তানিকারকদের ক্ষেত্রে অতিরিক্ত জিএসটি ফেরত পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের সমালোচনা করে এদিন অর্থমন্ত্রী বলেন, ‘রপ্তানি সংস্থাগুলির বড় সমস্যা হচ্ছে, কেন্দ্রের কাছ থেকে এটা তাদের ফেরত পাওয়ার কথা। কিন্তু তারা পাচ্ছে না। এ ব্যাপারে তিন লক্ষ আবেদন জমা পড়ে আছে। এর কারণ, স্বয়ংক্রিয় পদ্ধতিতে এটা পরীক্ষা করা হচ্ছে না। এর ফলে রপ্তানি এবং কার্যকরী মূলধন কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা জিএসটি কাউন্সিলের চেয়ারম্যানকে চিঠি পাঠাব।’
রাজ্যের প্রতিটি জেলায় শিল্প বিভাগে একটা ‘এক্সপোর্ট সেল’ বা রপ্তানি বিভাগ খোলা হবে। এ বিষয়ে রাজ্যের ৮০ জন সরকারি আধিকারিককে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড–এ প্রশিক্ষণ দেওয়া হবে।রাজ্য সরকারের তরফে বিভিন্ন দেশের কনসাল জেনারেলদের সঙ্গে রপ্তানির বিষয়ে নিয়মিত বৈঠক করা হবে।
সৌজন্যে: আজকাল