সাম্প্রতিক খবর

জুন ১৭, ২০১৮

হিন্দুস্থান ষ্টীল ওয়ার্কার্স-এর সদর দপ্তর দিল্লীতে সরানোর বিরোধিতায় সোচ্চার মুখ্যমন্ত্রী

হিন্দুস্থান ষ্টীল ওয়ার্কার্স-এর সদর দপ্তর দিল্লীতে সরানোর বিরোধিতায় সোচ্চার মুখ্যমন্ত্রী

কলকাতা থেকে রাষ্ট্রায়ত্ব সংস্থা হিন্দুস্থান ষ্টীল ওয়ার্কার্স কনস্ট্রাকশন লিমিটেডের হেড অফিস দিল্লীতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল কেন্দ্র সরকার। কর্মচারীদের লাগাতার আন্দোলন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে বিষয়টি ঝুলে থাকে কয়েক মাস। কিন্তু, ফের ইস্যুটিকে খুচিয়ে তুলতে চাইছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী।

একদিকে যেমন সদর দপ্তর সরানোর ছক কষেছে তারা, তেমনই চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে রেখেছে। এর ফলে আতঙ্কিত হাজারেরও বেশী কর্মী। মুখ্যমন্ত্রী ফের বিষয়টি সংসদে তোলার জন্য নির্দেশ দিয়েছেন। এর আগে লোকসভায় যখন প্রশ্ন তোলা হয়েছিল, তাঁর জবাব পর্যন্ত কেন্দ্র দেননি।

ইস্পাত মন্ত্রকের আওতায় থাকা রাস্ট্রায়ত্ব সংস্থা হিন্দুস্থান ষ্টীল ওয়ার্কার্স ১৯৬৪ সালে পথচলা শুরু করে, যার মূল অফিস হেস্টিংসে। এখান থেকেই দেশের ২৬টি শহরে সংস্থার শাখা অফিসগুলি পরিচালনা করা হয়। সংস্থার কর্মীদের বক্তব্য, মূলত ষ্টীল অথরিটি অব ইন্ডিয়ার হরেক কাজের জন্যই এই সংস্থাটি তৈরী করা হয়েছিল, যা পরবর্তীকালে ইস্পাত শিল্পের বাইরে পরিকাঠামো গড়ার কাজে হাত দেয়।

মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে ক্ষমতায় আসার পর এই সংস্থাটিকে প্রায় ৮০০ কোটি টাকার কাজ দিয়েছেন। এ ছাড়া নতুন ভবনের জন্য এই কেন্দ্রীয় সংস্থাকে কসবায় জমিও দিয়েছেন তিনি।