জুন ৩, ২০১৮
মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন, বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

পেট্রোপণ্য সহ গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই ব্যাপারে তিনি একটি বৈঠক ডেকেছেন আগামী সপ্তাহে।
শনিবার নবান্নে তিনি বলেন, “পেট্রোল, ডিজেল, সব কিছুর দাম একসঙ্গে বেড়ে গেল। এই সবের দাম একসঙ্গে বাড়লে ধাক্কাটা এসে লাগে রান্নাঘরে। সবচেয়ে সমস্যায় পড়েন গরীব ও সাধারণ মানুষ। যদিও দাম বেড়ে যাওয়াটা কেন্দ্রের বিষয়, তবুও আমরা আগামী সপ্তাহে একটা বৈঠক ডেকেছি। ডিজেলের দাম বাড়লে সবকিছুর ওপর প্রভাব পড়ে। একের পর এক জিনিসের দাম বেড়ে চলেছে। সে সব না দেখে শুধু নিজেদের প্রচার করে চলেছে (কেন্দ্র)।”
জানা গেছে এই বৈঠকটি হবে নবান্নে, আগামী বুধবার। উপস্থিত থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ অন্যান্য আধিকারিকরা।