জুন ২৩, ২০১৮
১০০টি অগ্নি নির্বাপণ যন্ত্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এক নতুন মাত্রা পেলো রাজ্যের অগ্নি নির্বাপণ ব্যবস্থা। গতকাল নবান্নে অগ্নিনির্বাপক যন্ত্র–সহ ১০০টি বাইক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার নবান্নে এই বাইকগুলি উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘সরু রাস্তা, ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে তা নেভানোর জন্য বিশেষ ভাবে এই বাইকগুলিকে তৈরি করা হয়েছে। আমরা সরকার গড়ার পর ৩৫৬টি গাড়ি আগুন নেভানোর কাজে নামানো হয়েছে।’
এছাড়াও, ৩০টি ১৪০০০ লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়াটার বাউজার, ১২টি ৫০০০ লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়াটার টেন্ডারও ৫টি মাল্টি পারপাস ফোম টেন্ডারেরও শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায় সহ অন্যান্য সচিবরা। ইতিমধ্যেই অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বেশ কিছু আধুনিকীকরণ হয়েছে এবং সেই সঙ্গে নতুন আধুনিক কন্ট্রোল রুম খোলা হচ্ছে।