সাম্প্রতিক খবর

জুন ২৭, ২০১৮

সর্বাধিক স্কচ পুরস্কার জিতে নজির গড়ল বাংলা

সর্বাধিক স্কচ পুরস্কার জিতে নজির গড়ল বাংলা

২০১৮ সালে ইতিহাস গড়ল বাংলা। সরকারি পরিষেবা প্রদানে এই প্রথম সবচেয়ে বেশি সংখ্যক স্কচ পুরস্কার পেল রাজ্য সরকার। রাজ্য সরকারের কাজের এই স্বীকৃতি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে গত ৭ বছরে উন্নয়নের যে বৃহৎ কর্মযজ্ঞ রাজ্যে শুরু হয়েছে তা সারা দেশের কাছে এক নজির।

২০১৮-র স্কচ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ৩১টি পুরস্কার আসে রাজ্যের ঝুলিতে। বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণ ও বাস্তবায়নের জন্য মিলেছে এই স্বীকৃতি।

দেখে নিন কোন কোন ক্ষেত্রে সমাদৃত হল বাংলা:

National Significance Award- Platinum Award

১. অর্থনীতি বিভাগে সেরা রাজ্য
২. নগরোন্নয়ন বিভাগে সেরা রাজ্য
৩. গ্রামোন্নয়ন বিভাগে সেরা রাজ্য
৪. পর্যটন ও সংস্কৃতি বিভাগে সেরা রাজ্য

Platinum Award

১. আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অনলাইন ব্যবস্থাপনার জন্য পুরস্কৃত নগরোন্নয়ন দপ্তর
২. জিআই ভিত্তিক ইন্টিগ্রেটেড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং এর জন্য পুরস্কৃত গ্রামোন্নয়ন দপ্তর
৩. স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম সরবরাহকারী মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্ষমতায়নের জন্য পুরস্কৃত গ্রামোন্নয়ন দপ্তর
৪. ই-পেনশন ব্যবস্থার জন্য পুরস্কৃত পেনশন অধিদপ্তর
৫. লোকপ্রসার প্রকল্পের জন্য পুরস্কৃত তথ্য ও সংস্কৃতি দপ্তর

Gold Award:

১. জীবিকা সহায়তা (অপুষ্টি এবং বর্জনের বিরুদ্ধে সচেতনতা)-র জন্য পুরস্কৃত বাঁকুড়া জেলা
2. স্কুল পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রূপায়ণের জন্য পুরস্কৃত তথ্যপ্রযুক্তি দপ্তরের ওয়েবেল ইনফোরম্যাটিক্স
৩. ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার মনিটরিং এর জন্য পুরস্কৃত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর
৪. কলকাতায় গ্রীন জোন তৈরী করার জন্য পুরস্কৃত নগরোন্নয়ন দপ্তর
5. গতিধারা প্রকল্পের জন্য পুরস্কৃত নগরোন্নয়ন দপ্তর
6. জেলায় জেলায় এমএসএমই সহায়তা কেন্দ্র খোলার জন্য পুরস্কৃত ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর
৭. জিপিএসের মাধ্যমে ই-হাজিরা ব্যবস্থার জন্য পুরস্কৃত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর
৮. গ্রামীণ মানুষদের অভিযোগ নিরসনের জন্য ই-অভিযোগ ব্যবস্থা চালু করে পুরস্কৃত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর
৯. আনন্দধারা প্রকল্পের অন্তর্গত মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্রেডিট লিঙ্কেজের জন্য পুরস্কৃত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর
১০. গ্রাম বিকাশ প্রকল্পের জন্য পুরস্কৃত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর
১১. RFID based Taxi Management System এর জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং ই-গভর্নেন্স দপ্তর
১২. মাটির কথা প্রকল্পের জন্য পুরস্কৃত তথ্যপ্রযুক্তি দপ্তরের ওয়েবেল

Silver Award

১. বৃক্ষ পাট্টার মাধ্যমে জীবিকা নির্ধারণের জন্য পুরস্কৃত পূর্ব বর্ধমান জেলা
২. গ্রামীণ জীবিকা নির্ধারণের উন্নয়নের জন্য পুরস্কৃত কুচবিহার জেলা
৩. ‘Ascend of ALO’ (মহিলাদের ক্ষমতায়ন) এর জন্য পুরস্কৃত দক্ষিণ দিনাজপুর জেলা
৪. উদ্ভাবনের মাধ্যমে জীবিকা নির্ধারণের জন্য পুরস্কৃত জলপাইগুড়ি জেলা
৫. অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (WBCERC) এর জন্য পুরস্কৃত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর
৬. জয়গাঁতে সৌর-হাইমাস্ট এলইডি আলো স্থাপনের জন্য পুরস্কৃত নগরোন্নয়ন দপ্তর
৭. সাহেব বাঁধে ইকো-ট্যুরিজম কমপ্লেক্স তৈরী করে পর্যটনের জন্য পুরস্কৃত পুরুলিয়া জেলা
৮. পঞ্চায়েতি রাজ্ তথ্য ব্যবস্থার জন্য পুরস্কৃত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর
৯. Webgis technology ব্যবহার করে WBADMI এর অন্তর্গত ই-প্রজেক্ট ব্যবস্থাপনার জন্য পুরস্কৃত জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর
১০. SWAS (Service with a Smile) অ্যাপের মাধ্যমে হেল্পডেস্কে এবং এনকোয়ারি হ্যান্ডলিং সিস্টেম তৈরির জন্য পুরস্কৃত ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর