সাম্প্রতিক খবর

নভেম্বর ২৯, ২০১৯

কৃষক স্বার্থে রাজ্যে ২ হাজার সমবায় হাব তৈরি করা হচ্ছে

কৃষক স্বার্থে রাজ্যে ২ হাজার সমবায় হাব তৈরি করা হচ্ছে

রাজ্যে কৃষকদের স্বার্থে ২ হাজার সমবায় হাব তৈরি করা হচ্ছে। সেখান থেকে কম পয়সায় কৃষি সহায়ক যন্ত্র ঋণ নিতে পারবেন কৃষকরা। রাজ্য সমবায় সপ্তাহের শেষদিনে সরকারের এই পরিকল্পনার কথা বলেন রাজ্যের সমবায়মন্ত্রী।

মন্ত্রী বলেন, কৃষি সহায়ক যন্ত্র কৃষকরা না কিনে যদি ঋণ হিসাবে পান তাহলে কৃষকদের সুবিধা হয়। সেই কাজটিই ওই সমবায় হাবের মাধ্যমে করা হবে। বর্তমান আর্থিক বছরে কৃষিতে উৎসাহ বাড়াতে বিভিন্ন সমবায় ব্যাঙ্ক থেকে ৮ হাজার কোটি টাকার ঋণ বণ্টন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বাংলার নারীশক্তি এখন অগ্রগতির চূড়ান্ত পর্যায়ে আছে। রাজ্যের ২ লক্ষ ২০ হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খুবই ভালো কাজ করছেন। তাঁদের আরও উৎসাহিত করতে সমবায় দপ্তর কাজ করছে। এই মহিলাদের আরও বেশি ঋণ দেওয়ার জন্যে পদক্ষেপ করা হচ্ছে। চলতি বছরেই সরকার ১২০০ কোটি টাকা গোষ্ঠীগুলিকে দিয়েছে।