অগাস্ট ১০, ২০১৮
জৈব শস্যর জন্য রাজারহাটে তৈরী হবে 'সুফল বাংলা মল'

রাজ্য কৃষি বিপণন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে জৈব পদ্ধতিতে উৎপাদিত জৈব শস্য বিক্রির জন্য রাজারহাটে সুফল বাংলা মল গড়া হবে।
১৫ কাঠার ওপরে এই মলটি গড়ে তোলার জন্য ১৬ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। এই সুফল বাংলা মলটি ৩১শে আগস্ট উদ্বোধন করা হবে। ভবিষ্যতে অন্যান্য অন্যান্য ফসল উৎপাদনকারী কৃষকদেরও এই মলে জায়গা বরাদ্দ করা হবে যাতে তারা তাদের ফসল বিক্রী করতে পারেন।
ইতিমধ্যেই কৃষি দপ্তর রাজ্যের ১৩টি জেলায় ১২০টি ক্লাস্টার স্থাপন করেছে; প্রতিটি ক্লাস্টারে ৫০ জন কৃষক রয়েছে।
রাজ্যে জৈব শস্যকে আরও জনপ্রিয় করে তুলতে রাজ্য সরকারের এই উদ্যোগ অবশ্যই অভিনব।