জুন ১৮, ২০১৮
অটিজম আক্রান্তদের জন্য টাউনশিপ চালু করছে রাজ্য সরকার

অটিজম আক্রান্তদের জন্য আলাদা টাউনশিপ চালু হচ্ছে রাজ্যে। চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সারা বিশ্বে জন্ম নেওয়া ৬৮টি শিশুর মধ্যে অন্তত একজন আক্রান্ত অটিজমে। আর এই মুহূর্তে দেশে অন্তত ১ কোটি মানুষ আক্রান্ত এই রোগে।
ডায়মন্ড হারবার রোডের ধারে শিরাকোলে ৫০ একর জমিতে ৬০০ কোটি তাকা ব্যয়ে গড়ে উঠবে এই টাউনশিপ। এখানে অটিজম আক্রান্তদের ডেভেলপমেন্টের ব্যবস্থা সব কিছুই থাকবে। পাশাপাশি অটিজম আক্রান্তদের জন্য বিশেষজ্ঞদের দিয়ে কলেজ চালুর পরিকল্পনাও রয়েছে।
এখানে হাসপাতাল, স্কুল, অটিজম সেন্টার সব কিছুই থাকবে। নিঃসন্দেহে এটি রাজ্য সরকারের সম্পূর্ণ এক অভিনব ভাবনা।