নভেম্বর ২৪, ২০১৯
রেশন কার্ডের যাবতীয় কাজ হবে অনলাইনেও

এবার থেকে রেশন কার্ডের আবেদন করার পদ্ধতি অনলাইনেও চালু হতে চলেছে। খাদ্য দপ্তর গত ৫ নভেম্বর থেকে ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য ১০ নম্বর ফর্মে অনলাইনে আবেদন করার ব্যবস্থা চালু করেছে। ডিসেম্বর থেকে এই পরিষেবা পুরোদমে চালু হয়ে যাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
শুধু অনলাইনেই নয়, অফলাইনেও এই বিষয়ে আবেদন করা যাবে। অনলাইন এবং অফলাইনে এই সুবিধা চালু থাকলে বহু মানুষ উপকৃত হবে।
ভর্তুকির খাদ্যসামগ্রী পাওয়ার রেশন কার্ডে পরিবারের সব সদস্যর নাম অন্তর্ভুক্ত করার জন্য তিন নম্বর ফর্মে আবেদন করতে হয়। পরিবারের কোনও সদস্যর নাম অন্তর্ভুক্ত করতে হলে চার নম্বর ফর্মে আবেদন করতে হয়। রেশন কার্ডে নাম, ঠিকানা প্রভৃতি সংশোধনের জন্য আছে পাঁচ নম্বর ফর্ম।