সাম্প্রতিক খবর

জুন ৮, ২০১৮

রাষ্ট্রসংঘের পর এবার ইউরোপ সফরে যাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

রাষ্ট্রসংঘের পর এবার ইউরোপ সফরে যাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

লোকসভার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবারের গরমেই ইউরোপীয় দেশগুলির সফর শুরু করবেন।

যেসব দেশগুলিতে যাবেন সেগুলি হল বেলারুশ, জার্মানি ও অস্ট্রিয়া। তাঁর সঙ্গে থাকবেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন থাকবেন।এছাড়াও থাকবেন, পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যা নয়না বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য, ২০১৭ সালে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির অধিবেশনে যোগ দেন, ১৯৩ টি দেশ এখানে অংশগ্রহণ করেছিল। সেখানে রাষ্ট্রসংঘে নিষিদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা মুক্ত বিশ্ব এবং উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন তিনি।

এর আগে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার বিভিন্ন সময়ে রাষ্ট্রসঙ্ঘ পরিদর্শন করেছেন।