সাম্প্রতিক খবর

জুন ১৩, ২০১৮

রাজ্যে তৈরি হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়

রাজ্যে তৈরি হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়

পূর্ব মেদিনীপুর জেলায় তৈরী হচ্ছে আর একটি নতুন বিশ্ববিদ্যালয়। আপাতত জুলাই থেকেই মহিষাদল রাজ কলেজে পঠনপাঠন শুরু হবে। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিক্ষার আরও এক নতুন দিগন্ত।

পূর্ব মেদিনীপুর জেলায় রাজ-কলেজ সহ অন্য কলেজ থাকলেও ছিল না বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার জন্য মহিষাদলে তৈরী হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জমি পরিদর্শন করেছেন উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধিরা।

হলদিয়া উন্নয়ন পর্ষদের ২০ একর জমিতে বিশ্ববিদ্যালয় তৈরী হবে। হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে তৈরী হবে বিশ্ববিদ্যালয়।