সাম্প্রতিক খবর

মার্চ ২, ২০২০

তৃণমূলের নতুন কর্মসূচী – ‘বাংলার গর্ব মমতা’

তৃণমূলের নতুন কর্মসূচী – ‘বাংলার গর্ব মমতা’

আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুভ সূচনা করা হল তৃণমূলের নতুন কর্মসূচী – ‘বাংলার গর্ব মমতা’। সংবিধান পাঠ করে তৃণমূলের নতুন কর্মসূচি ঘোষণার অনুষ্ঠানের সূচনা করলেন মমতা বন্দোপাধ্যায়।

মোট ১০টি ধাপে এই কর্মসূচী গ্রহণ করা হবে।

 

 

বাংলার গর্ব মমতা কর্মসূচীঃ

তৃণমূলের কর্মীসম্মেলন
জলযোগে যোগাযোগ
স্বীকৃতি সম্মেলন
বঙ্গধ্বনি যাত্রা
সংহতি সভা
চেতনা সভা
বাংলার বার্তা
নবীনবরন সভা
বিশিষ্ট সম্মেলন
তৃণমূলের সাথে মান্যজন
এরপর তৃনমূল পদাতিক সম্মেলন ।

আগামী ১০ ই মে পর্যন্ত চলবে এই কর্মসূচী।