সাম্প্রতিক খবর

মার্চ ২৪, ২০২০

পুরো রাজ্য আগামী ৩১ মার্চপর্যন্ত লকডাউন থাকবে : মমতা বন্দ্যোপাধ্যায়

পুরো রাজ্য আগামী ৩১ মার্চপর্যন্ত লকডাউন থাকবে : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে বললেন যে আগামী ৩১ মার্চ অবধি রাজ্যে ‘লকডাউন’ বজায় থাকবে।

তিনি বলেনঃ

অসংগঠিত ক্ষেত্র খুব খারাপসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কোনও কেন্দ্রীয় প্রকল্প তাদের জন্য নেই।

রাজ্যের ৭.৮ কোটি দরিদ্রকে ছ’মাস বিনামূল্যে রেশন দেওয়া হবে।

আমরা ‘প্রচেষ্টা’ নামের একটি প্রকল্প শুরু করছি যাতে করে গরিব দিনমজুররা প্রয়োজনে ১০০০ টাকা করে পাবেন।

আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সকলকে এই লকডাউনের নিয়ম মানতে হবে।

অত্যন্ত প্রয়োজনে বাড়ি থেকে বেরোলে অন্যদের থেকে দুরত্ব বজায় রাখুন।

বাইরে বেরোলে রাস্তার কিছু ছোঁবেন না, ব্যাঙ্কের লাইনে দাঁড়াবেন না।

সংবাদ প্রতিনিধিরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

রাস্তায় খবরের কাগজের বিলি বন্ধ করুন। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ট্রাক থেকে সরাসরি হকারদের খবরের কাগজ দিন।