মার্চ ২৬, ২০২০
আটক রাজ্যবাসীর সাহায্যে ১৮ মুখ্যমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

করোনা মোকাবিলায় লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের থাকাখাওয়া, চিকিৎসা নিশ্চিত করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন আঠারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। চিঠিতে তিনি অনুরোধ করেন, ‘আমার মুখ্যসচিব আপনার রাজ্যের মুখ্যসচিবদের কাছে আটকে পড়া মানুষদের সম্পর্কে দ্রুত বিস্তারিত তথ্য পাঠাচ্ছেন। এই সঙ্কট-মুহূর্তে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি’।
করোনা নিয়ে রাজ্য সরকারের ডাকা সর্বদল বৈঠকে ভিন রাজ্যে আটকা পড়া শ্রমিকদের প্রসঙ্গটি ওঠার পরই মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব ও ভিন রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে কথা বলতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেন ।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ দিন তামিলনাড়ু, ওডিশা, তেলঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্র, কেরালা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, রাজস্থান, গুজরাট, গোয়া, ছত্তিসগড়, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন।
তিনি বলেছেন, বাংলার বহু শ্রমিক আপনার রাজ্যে কর্মরত। করোনা পরিস্থিতিতে বাড়ি না ফিরতে পেরে আটকে রয়েছেন। ৫০-১০০ জনের দল বেঁধে রয়েছেন। ফলে আপনার প্রশাসনের পক্ষে এঁদের চিহ্নিত করাও সহজ। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে তাঁদের কাছে পৌঁছনো সম্ভব হচ্ছে না। এই সঙ্কট-মুহূর্তে তাঁদের থাকাখাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ রাজ্যেও আপনার রাজ্যের কোনও শ্রমিক আটকে থাকার খবর পেলে নিশ্চয়ই নজর দেব।’