সাম্প্রতিক খবর

মার্চ ১৯, ২০২০

সরকারি ও বেসরকারি ক্ষেত্রকে একসঙ্গে লড়তে হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

সরকারি ও বেসরকারি ক্ষেত্রকে একসঙ্গে লড়তে হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা বিষয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলের সঙ্গে আলোচনা করে এই রোগ ঠেকাতে এবং আক্রান্তদের দ্রুত সুস্থ করতে বিভিন্ন নির্দেশ দেন তিনি।

তিনি বলেনঃ-

এই অল্প সময়ের মধ্যে জরুরী তলব করার জন্য দুঃখিত, এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রকে একসঙ্গে লড়তে হবে

আইসিএমআর নির্দেশিকা এখনও আসেনি। ওটা এলেই আমরা কাজ শুরু করবো সেইমত

সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মধ্যে সমন্বয় রাখতে একটা হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করা হবে

বেলেঘাটা আইডি হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ কমাতে রাজারহাটের নতুন ক্যান্সার হাসপাতালে বাকি কাজ হবে

অ্যাম্বুলেন্স তৈরি থাকবে আইডি হাসপাতালে ও অন্যান্য হাসপাতালে যাতে রোগীদের সংশ্লিষ্ট হাসপাতালে পৌঁছে দেওয়া যায়
এটা নিজেদের মধ্যে লড়াই করার সময় না

আইডি ও অন্যান্য হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। আইডিতে ১০০, এম আর বাঙ্গুরে ১৫০, আরজিকরেও শয্যা চালু করা হবে। আরজিকরে নাইট শেল্টার ওয়ার্ড ৫০ শয্যার করা হবে অস্থায়ী ভাবে

বেলেঘাটার কাছে বেসরকারি হাসপাতালগুলোতে ভেন্টিলেশন সুবিধেসহ আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে হবে। এখন পর্যন্ত ৩০০ যন্ত্রের চাহিদা জমা পড়েছে

আতঙ্কের কারণ নেই। মানুষ আতঙ্কিত হচ্ছেন, তাঁদের বলতে চাই আমরা প্রস্তুত আছি

এটা লাভ ক্ষতি দেখার সময় না। মজুত করা ও কালোবাজারি বরদাস্ত করা হবেনা

২ লক্ষ মাস্ক ও ৩০ হাজার গ্লাভসের অর্ডার দেওয়া হয়েছে। বিশেষ গাউনের ওর্ডারও দেওয়া হয়েছে।
বেসরকারি হাসপাতালেও পরিকাঠামো তৈরি করতে হবে

রোগীকে পরিষেবা দিতে হবে, ফেরালে চলবে না

যারা গুজব ছড়াচ্ছে ও মাল মজুত করছে, তাদের বিরুদ্ধে পুলিশকে বলবো ব্যবস্থা নিতে

আমাদের দিনরাত লড়তে হবে এই পরিস্থিতির বিরুদ্ধে

কেন্দ্রীয় সরকারের কীট এখনও এসে পৌঁছয়নি। কেন্দ্রকে বলব এগুলো পাঠানোর পাশে উত্তরবঙ্গের জেলাগুলিতে গবেষণাগার তৈরি করতে

বেসরকারি সংস্থা করোনা রুখতে রাজ্য সরকারকে সাহায্য করতে পারে

বাজার ও দোকান খোলা রাখতে হবে

আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক প্রবেশদ্বারগুলিতে সমানে নজরদারি চালাতে হবে

যারা মাস্ক চাইবেন, তাঁদের দিতে হবে। তাই, আরও দু লক্ষ মাস্কের অর্ডার দিন

ডাক্তার ও টেকনিশিয়ানদের অনুরোধ করবো সপ্তাহের শেষেও কাজ করতে
মেডিকা, আর এন টেগোর পাঁচ শয্যার আইসোলেশন ওয়ার্ড তৈরি করবে, বেল ভিউতে ৮ শয্যার আইসোলেশন ওয়ার্ড আছে, প্রয়োজনে আরও ১২ শয্যা বাড়ানো হবে

সমস্ত হাসপাতালের যা যা প্রয়োজন তা স্বাস্থ্য দপ্তরে জানান

সমস্ত হাসপাতালকে দৈনিক ভিত্তিতে জানাতে হবে তাঁদের কাছে কত শয্যা খালি আছে, কতজন ভর্তি হয়েছে

আজ প্রবীণ আধিকারিকদের অঞ্চলভিত্তিক নিয়োগ করা হয়েছে রাজ্যজুড়ে করোনা আতঙ্ক ঠেকাতে ও সমস্ত কাজের সমন্বয় রাখতে