সাম্প্রতিক খবর

মার্চ ৩০, ২০২০

"জব্দ করল একটা মাত্র শব্দ": করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন কবিতা

"জব্দ করল একটা মাত্র শব্দ": করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন কবিতা

করোনা আতঙ্ক নিয়ে ফের কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল তাঁর নতুন কবিতা ‘কোভিড ১৯’ – ছত্রে ছত্রে যার বিষণ্ণতা আর আক্ষেপ। করোনা সঙ্কট নিয়ে এটা দ্বিতীয় কবিতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। দিনভর হাজারও কাজের ব্যস্ততা সামলেও কাব্যচর্চা তাঁর অবসরের সঙ্গী।

মুখ্যমন্ত্রী লেখা কবিতার নাম – কোভিড ১৯। তিনি লিখেছেন –

বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা
মানুষ, মানুষ থেকে দূরে।
ছোঁয়া যাবে না – স্নেহের পরশকে।

কালও যা ছিল –
হাতের ছোঁয়ায় আশীর্বাদ,
আজ তা পরশমণির
স্পর্শ থেকে বাদ।

এ কি ভয়ার্ত বেশ…
সারা বিশ্ব এক থেকে অন্যে-
সন্দিহান অবকাশের নিশিরাত্রি!
মাত্র দুমাসের পৃথিবীর
হাওয়া বদল!
দেখা হল কথা হল না!
মনটায় মেঘের ছায়া,
চুলগুলো উদভ্রান্ত!
কারো সাথে দেখা হল-
কথা হচ্ছে না।
সারা পৃথিবীটা-
বদলে গেল।
বদলে গেল মানসিকতা-
সবাই দূরে দূরে।
দূরের দূরত্বটাই আজ সবচেয়ে বেশি ভরসার।
সারা বিশ্ব আজ বিশ্ব পণ্ডিত!
কিন্তু পারলো না-
একটা ভাইরাসকে দমন করতে?
হার মানলো সারা বিশ্ব?
সবার মুখ দেখা
সবার জন্য বন্ধ।
সব গবেষণাকে
জব্দ করলো
একটা মাত্র শব্দ
করোনা, কোভিড ১৯।

জাতির স্বার্থে এমন একটা কড়া সিদ্ধান্তকে গ্রহণ করছেন তিনি। কিন্তু মানুষে-মানুষে দূরত্ব, যাকে ডাক্তারি পরিভাষায় ‘সামাজিক দূরত্ব’ বলে চিহ্নিত করা হচ্ছে, তা মুখ্যমন্ত্রীকেও ছুঁয়ে গেছে। তিনি জননেত্রী, সকলকে নিয়ে থাকাই তার অভ্যাস।

Mamata Banerjee यांनी वर पोस्ट केले सोमवार, ३० मार्च, २०२०