সাম্প্রতিক খবর

মার্চ ৬, ২০২০

আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু সাবধানে থাকুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু সাবধানে থাকুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা ভাইরাস থেকে রাজ্যবাসীকে বাঁচাতে ইতিমধ্যেই তৎপর হয়েছে রাজ্য সরকার। আজ আরও কিছু পরিকল্পনা অ সতর্কতামূলক বার্তা দেন তিনি।

তাঁর বক্তব্য এক নজরেঃ

সমস্ত দপ্তরের সঙ্গে বৈঠক করা হয়েছে, যেসব সংস্থা অনেক ব্যক্তি নিয়োগ করেছে এই উদ্দেশ্যে, তাদের সঙ্গেও বৈঠক করা হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা জারি করেছে

এখন পর্যন্ত বাংলায় কোনও ব্যক্তি ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি

আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু সাবধানে থাকুন

আইসোলেশন অয়ার্ড তৈরী করা হয়েছে সমস্ত জেলার সকল বড় হাসপাতালে সম্ভাব্য আক্রান্তদের চিকিৎসার জন্য

এই ভাইরাস থেকে বাঁচার মুখোস বা অন্যান্য সামগ্রী তৈরী আছে

সমস্ত গণমাধ্যমে সচেতনতামূলক কর্মসূচী চালু করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে কি করা উচিৎ আর কি নয়

প্রায় দেড় লক্ষ মানুষকে পরীক্ষা করা হয়েছে

কুইক রেসপন্স টিম তৈরী করা হয়েছে

দুটি এমার্জেন্সি নম্বর দেওয়া হচ্ছে। কল সেন্টার – ১৮০০৩১৩৪৪৪২২২ এবং নবান্ন কন্ট্রোল রুম – ০৩৩২৩৪১২৬০০
এবিষয়ে স্বাস্থ্য দপ্তর একটি পেজ তৈরী করেছে। সেটির লিঙ্কঃ- http://www.wbhealth.gov.in/contents/corona_virus

এই রোগ প্রতিরোধ করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে

আন্তর্জাতিক টার্মিনাল ও সীমান্তে চেকপোস্টের মাধ্যমে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে

গুজবে কান দেবেন না, কাউকে অহেতুক এড়িয়ে চলবেন না।

আসুন সকলে মিলে এই ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করি