সাম্প্রতিক খবর

মার্চ ২৩, ২০২০

বাংলায় সব ধরনের উড়ান বন্ধের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধরনের উড়ান বন্ধের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

সংক্রমণ আরও ছড়িয়ে পড়া রুখতে অবিলম্বে পশ্চিমবঙ্গে অবতরণ করা সব ধরনের উড়ান স্থগিত রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই মর্মে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠি লেখেন যে, ‘‌আমরা রীতিমতো উদ্বিগ্ন যে কেন্দ্রীয় সরকার এখনও উড়ানের অনুমতি দিচ্ছে শাটডাউন এবং কোয়ারানটাইনের নিয়ম লঙ্ঘন করে, সামাজিক দূরত্বের কোনও বিধি না রেখেই যেটা আমরা খুবই কষ্ট করে রাজ্যে করার চেষ্টা করছি।’

রাজ্যে আগে থেকেই আন্তঃরাজ্য সরকারি পরিবহন স্থগিত করে দেওয়া হয়েছে এবং রাজ্যের মধ্যের বাস চলাচলের সংখ্যাও অত্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। সেকথা চিঠিতে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, রাজ্যে প্রকৃত লকডাউন বাস্তবায়িত করতে আন্তর্জাতিক উড়ানের সঙ্গেই যেন ঘরোয়া উড়ানও কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে আপাতত থামিয়ে দেয়।