সাম্প্রতিক খবর

মার্চ ২৬, ২০২০

করোনা নিয়ে গান বাঁধলেন মুখ্যমন্ত্রী

করোনা নিয়ে গান বাঁধলেন মুখ্যমন্ত্রী

লকডাউনের প্রেক্ষিতে একটি গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই গানের কথা ও সুর মুখ্যমন্ত্রীর। গেয়েছেন ইন্দ্রনীল সেন।

অবশ্যই করোনাকে জব্দ করার শপথ গানের প্রতি ছত্রে। মমতা লিখেছেন- “স্তব্ধ করো, জব্দ করো করোনাকে ভয় পেয়ো না। ভিড় থেকে সব্বাই দূরে থাকো, করোনাকে ছুতে দেবো না “এই কথাগুলোই বলে চলেছেন প্রশাসক মমতা। গানের সুরে সেই কথা গুলোরই পুনরাবৃত্তি। একই সঙ্গে করোনা মোকাবিলায় বাংলার লড়াইয়ের গৌরব তুলে ধরেছেন শাসক দলের সুপ্রিমো। লিখেছেন…. “সবাই মিলে বাচতে হবে বাংলা কখনো হারে না, একসাথে সব্বাই লড়তে হবে, করোনা কে ভয় পেয়ো না।”

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘২১ দিন ভেবে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমরা আপনাদের সঙ্গে আছি। নিজেকে একা ভাববেন না।’’

যে কোন ঘটনার প্রেক্ষিতেই কাজের ফাকে ফাকে সৃজনশীল কাজ করে চলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কখনো ছবি, কখনো গান বা কবিতা প্রবন্ধ. করোনা যুদ্ধে যখন গোটা পৃথিবী আজ রাস্তায়, ঠিক তখনই গান বেঁধে রাজ্যের মানুষকে আরও একবার সচেতন করার প্রয়াস চালালেন মুখ্যমন্ত্রী।