মার্চ ২৪, ২০২০
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য নতুন প্রকল্প ‘প্রচেষ্টা’

রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন, যাঁরা দিন আনেন দিন খান, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প ‘প্রচেষ্টা’।
নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন সব কাজ পুরোপুরি বন্ধ। যাঁরা একেবারেই কোনও কাজ পাবেন না, হাতে টাকাপয়সা একদম নেই, তাঁরা এককালীন ১,০০০ টাকা পাবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রচেষ্টা’। ১৫ থেকে ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে জেলাশাসক বা ব্লক অফিসে।’
তিনি বলেন, ‘টাকাপয়সার অসুবিধা রয়েছে, তবু চেষ্টা করছি। কেন্দ্র কিছুই করেনি। প্রায় ৮ কোটি মানুষকে ৬ মাস পর্যন্ত আমরা বিনামূল্যে ৫ কেজি খাদ্যশস্য দিচ্ছি।’
The 'Procheshta Prakalpa' is a new initiative by the Government of West Bengal to aid the economically challenged and members of the unorganised sector pic.twitter.com/pPy90wI6za
— All India Trinamool Congress (@AITCofficial) March 24, 2020