মে ৪, ২০১৯
কুকথা তারাই বলে যারা কুকর্মে ঘেরা থাকে: ঘাটালে বললেন মুখ্যমন্ত্রী

আজ ঘাটালে একটি পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার শেষে তিনি জনতার উদ্দেশে একটি ছোট বক্তৃতা দেন। দিদি বলেন যে ভদ্রমহিলা দেবের বিরুদ্ধে প্রার্থী হয়েছে, তাকে আগে গ্রাম সভায় জিতে আসতে। কুকথা তারাই বলে যারা কুকর্মে ঘেরা থাকে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির তরফে যারা প্রার্থী হয়েছে, তাদের কেউ কেউ জনগণের টাকা মেরে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। কেউ বা মানুষকে মানুষ মনে করে না। পশ্চিম মেদিনীপুরের দুটি আসনে দুজন দাঁড়িয়েছেন, একজন মহিলা ও একজন পুরুষ। এদের একজন গদার নেতা, আর একজন টাকা চুরির নেতা। ওই দুজন অনেক অশ্রাব্য কথা বলছে আমাদের নেতৃবৃন্দ সম্পর্কে।”
তিনি বলেন, “ঘাটালের বিজেপি প্রার্থীকে আমি বলতে চাই, আমার মুখ খোলাবেন না। আপনি যখন পুলিশে ছিলেন, আমাকে যে এসএমএসগুলো পাঠিয়েছিলেন, সেগুলো যদি আমি সাধারণ মানুষের সামনে তুলে ধরি, তাহলে আমাকে আর নতুন করে মানুষকে কিছু বলতে হবে না।”
তিনি আরও বলেন, “আমরা যদি চাইতাম, আপনাদের নামে যা কেস আছে, সেগুলো দিয়ে আমরা আপনাদের গ্রেপ্তারও করতে পারতাম। মাত্র একটা কেসে সুপ্রীম কোর্টের আদেশ আছে যে গ্রেপ্তার করা যাবে না। বাকি কেসে আমরা গ্রেপ্তার করতে পারতাম। আমরা ভদ্রতা করে আপনাকে প্রার্থী হতে দিয়েছি। প্রার্থী হোন, ঠিক আছে। কিন্তু, এমন কোনও কথা বলবেন না, যা সীমা লঙ্ঘন করে। গণতান্ত্রিক সৌজন্যতার একটা সীমা থাকা উচিৎ।”