জুলাই ১১, ২০১৯
বাংলার মেধা চিরকালীনঃ মুখ্যমন্ত্রী

আজ নজরুল মঞ্চে বেলতলা গার্লস হাই স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলার মেধা বিশ্বজনীন, চিরকালীন।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:
বাবা-মায়ের মত শিক্ষক-শিক্ষিকাদেরও আমরা সারা জীবনে ভুলতে পারি না, কারণ স্কুল আমাদের শিক্ষার আঁতুর ঘর
শিক্ষক-শিক্ষিকারা আমাদের আর এক পরিবার, কারণ তারাই আমাদের গড়ে তোলেন
যারা আজকের ছাত্রছাত্রী তারাই আগামীদিনের দেশের ভবিষ্যৎ, তারাই আগামী দিনে সমাজ তৈরী করবে
বাংলার মেধা, বাংলার প্রতিভা বিশ্বজনীন, সব জায়গায় বাংলার মেধা আছে। বাংলার এই মেধা চিরকালের, চিরকালীন
স্বাধীনতার পর থেকে বাংলায় মাত্র ১২টি বিশ্ববিদ্যালয় ছিল। আমরা ক্ষমতায় আসার পর ২৮টি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, আরও ১০ টির কাজ চলছে, ৫০টি নতুন কলেজ হয়েছে
২০টি নতুন মেডিকেল কলেজ, হিন্দি কলেজ, হিন্দি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় – অনেক হয়েছে। পড়াশোনার জায়গার কোন অভাব নেই
বাংলায় এখন অনেক সুযোগ আছে, বাংলা অবজ্ঞা করার মতন জায়গা নয়
আমার মনে হয় মূল্যবোধ, মানবিকতা, সততা, স্বচ্ছতা এসবের একটা ক্লাস দরকার। হিংসা আর নেতিবাচক চিন্তা নয়, ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে
আমি মনে করি বেলতলা বাংলা মিডিয়ামে আপনারা দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে। আজকে সবাই তো ইংরেজী মাধ্যমে পোড়ানোর চেষ্টা করে। যত জানব তত আমরা শিখব। আমি বাংলা তো শিখবই, বাংলা আমাদের মাতৃভাষা। আগামীদিন পথ চলতে গেলে আমাকে ইংরেজিও শিখতে হবে, হিন্দিও শিখতে হবে, আমাকে অন্যান্য ভাষাও শিখতে হবে। আমি যত শিখব তত ভালো। কিন্তু বাংলাটাকে যেন ভুলে না যাই। অবজ্ঞা করার জায়গা নেই। বাংলাটা কে ভালোবেসে উপভাষাও শিখতে হবে