জুলাই ৪, ২০১৯
প্রথম শ্রেণি থেকে এখন কম্পিউটার বাংলার সব স্কুলে, সিদ্ধান্ত রাজ্যের

প্রথম থেকে অন্তত মাধ্যমিক স্তর পর্যন্ত রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে বিনামূল্যে চালু হতে চলেছে কম্পিউটার সাক্ষরতা। প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে অবশেষে বাধ্যতামূলক হওয়ার পথে কম্পিউটার শিক্ষা।
এর জন্য রাজ্যের প্রায় ৬৫ হাজার স্কুলের জন্য কম্পিউটার কেনা হবে। কম্পিউটার শেখাতে নিয়োগ করতে হবে শিক্ষকও। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা কম্পিউটার শিক্ষার উপর জোর দিয়েছি। কম্পিউটার শিক্ষা পাঠ্যক্রমে যেন থাকে তার উদ্যোগও নেওয়া হয়েছে।’
স্কুলে ৫০ জন ছাত্রছাত্রী থাকলে সর্বাধিক চারটি করে কম্পিউটার দেওয়া হতে পারে। এই কম্পিউটার কিনতে কয়েক কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের। তবে কোনও তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এ ব্যাপারে পদক্ষেপ করা যায় কি না সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তাতে খরচ কিছুটা কমবে।
স্কুলে স্কুলে কম্পিউটার পৌঁছলে শুধু শিক্ষালাভই নয়, শিক্ষার সামগ্রিক বিষয়টিও ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। বিশেষ করে একেবারে খুদে পড়ুয়াদের কাছে কম্পিউটার হয়ে উঠতে পারে খেলার ছলে শিক্ষা লাভের মাধ্যম।
সৌজন্যেঃ এই সময়