ডিসেম্বর ২৭, ২০১৯
২ টাকার চাল রেশনে ১ টাকায় দিতে চায় রাজ্য

রাজ্যে প্রায় পৌনে আট কোটি রেশন গ্রাহক দু’ টাকা কেজি দরে চাল পান। ওই রেশন গ্রাহকদের জন্য চালের দাম কেজিতে আরও এক টাকা করে কমানোর কথা বিবেচনা করছে রাজ্য সরকার। এটা কার্যকর হলে ওই রেশন গ্রাহকরা এক টাকা কেজি দরে চাল পাবেন।
এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে। এটি কার্যকর করতে রাজ্য সরকারের বছরে দু’শো কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্তমানে এক টাকা অতিরিক্ত ভর্তুকি দিয়ে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা এই রাজ্যের প্রায় ৬ কোটি ১ লক্ষ রেশন গ্রাহককে দু’ টাকা কেজি দরে চাল সরবরাহ করা হয়।
জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প ও রাজ্য খাদ্য সুরক্ষার দুটি প্রকল্প মিলিয়ে ৯ কোটিরও কিছু বেশি রেশন গ্রাহককে ভর্তুকিতে চাল-গম দেওয়ার জন্য রাজ্য সরকার নিজের তহবিল থেকে বছরে পাঁচ হাজার কোটি টাকার বেশী খরচ করে। রেশন গ্রাহকদের দু’ টাকা কেজি দরে চাল দেওয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।
সপ্তাহে মাথাপিছু দু’কেজি করে চাল দু’টাকা দরে দেওয়া হয় দুই শ্রেণীর রেশন গ্রাহকদের। জঙ্গলমহল, সুন্দরবনের আইলা বিধ্বস্ত এলাকার বাসিন্দা, বন্ধ চা বাগানের শ্রমিক ও সিঙ্গুরের জমিহারাদের জন্য দু’টাকা কেজি দরের চালের প্যাকেজ আছে।