সাম্প্রতিক খবর

মে ৬, ২০১৯

ভাইরাল লিরিক ভিডিওর পর এবার লঞ্চ হল তৃণমূলের ‘প্রথম ভোট’ মিউজিক ভিডিও

ভাইরাল লিরিক ভিডিওর পর এবার লঞ্চ হল তৃণমূলের ‘প্রথম ভোট’ মিউজিক ভিডিও

‘প্রথম ভোটের’ লিরিক ভিডিওটির অসানাম্য সাফল্যের পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবার নিয়ে এল ‘প্রথম ভোট’ গানটির নতুন মিউজিক ভিডিও।

তৃণমূলের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয় সোমবার, ৬ই মে। এই ভিডিওতে দেখা যাবে তরুণ-তরুণীকে উদ্দম উচ্ছাসে এই র‍্যাপ গানটির তালে তালে নাচ করছেন।

প্রসঙ্গত, ‘তোমার প্রথম ভোট বাংলার পক্ষে না বিপক্ষে, ডিসিশন নাও’ গানটির এক মূল লাইনটি সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মস্তিষ্কপ্রসূত। গানের বাকি কথা লেখেন ও সুর দেন রূপম।

জয়া সাহা, কলকাতা একটি কলেজের ছাত্রী, যিনি এই ভিডিওতে আছেন, বলেন: “আমার বিশ্বাস এই নতুন ভিডিওটি নতুন প্রজন্মের মধ্যে সাড়া ফেলবে।”