সাম্প্রতিক খবর

জুলাই ১৫, ২০১৯

৪২টি রাষ্ট্রায়ত্ব সংস্থাকে বেসরকারি হাত থেকে বাঁচাতে এবার পথে নামল তৃণমূল

৪২টি রাষ্ট্রায়ত্ব সংস্থাকে বেসরকারি হাত থেকে বাঁচাতে এবার পথে নামল তৃণমূল

২১শে জুলাই কলকাতায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশের সমর্থনে এবং কেন্দ্রের ৪২ টি রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্নীকরণের বিরুদ্ধে দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে নাচন রোড ধরে প্রান্তিকা পর্যন্ত এক পদযাত্রায় অংশ নেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সভানেত্রী। মিছিল শেষে প্রান্তিকা মোড়ে প্রতিবাদ সভায় আইএনটিটিইউসি সভানেত্রী ছাড়াও বক্তব্য রাখেন দুর্গাপুরের মেয়র, জেলা তৃণমূল সভাপতি এবং অন্যান্যরা।দেশের ৪২টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই তালিকায় দুর্গাপুরের অ্যালয় স্টিল ছাড়াও চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানাও রয়েছে। রাজ্যের এই দুই কারখানার বিলগ্নীকরণ রুখতে ইতিমধ্যে সরব হয়েছে সব পক্ষেরই শ্রমিক সংগঠন।এদিন আইএনটিটিইউসি সভানেত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে আমরা দিল্লীতে সংসদের বাইরে আন্দোলন করছি। রাজ্যসভায় আমরা এই ইস্যুতে সরব হয়েছি। আগামী দিনে আমরা এই আন্দোলনকে বৃহত্তর আকার দেব। অ্যালয় স্টিল, চিত্তরঞ্জন লোকোমোটিভ, বিএসএনএল, পোর্ট ট্রাস্টের কলকাতা ও হলদিয়াতে আমরা ধারাবাহিক ভাবে আন্দোলন করছি। ধারাবাহিক ভাবে আন্দোলন চালিয়ে যাব।’কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘কেন্দ্রের মোদী সরকার পুঁজিপতিদের হাতে দেশ বিক্রী করে দেওয়ার চক্রান্ত করছে। সাধারণ মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে এই সরকার। প্রথমে ক্ষমতায় আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবে। বেকারদের চাকরি হবে। বিদেশ থেকে কালো টাকা আনতে পারেনি, উল্টে দেশের মানুষের টাকা যারা আত্মসাৎ করেছে, তাদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।’পদযাত্রা শেষে প্রান্তিকায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভানেত্রী বলেন, ‘সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেস ও বিজেপি ঐক্যবদ্ধভাবে কেন্দ্রে মোদী সরকার-২কে ফের ক্ষমতায় এনেছে। লোকসভা নির্বাচন পেরিয়ে যেতেই মোদীর আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। তাই ওদের আর বিজেপির বিরুদ্ধে লড়াই করার মুখ নেই। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সিপিএম ২৩%, কংগ্রেস ৮% ও বিজেপির ৯% ভোট পেয়ে রাজ্যে বিজেপি ১৮ টা আসন ও কেন্দ্রে ৩০০ আসন পেল। যদি বিরোধী দলগুলির বিলম্বিত বোধোদয় হয় এবং ৪২ টি রাষ্ট্রায়ত্ব সংস্থার কেন্দ্রের বিলগ্নীকরণের বিরুদ্ধে যৌথ লড়াই করতে এগিয়ে আসে তাহলে আমরা তাঁদের স্বাগত জানিয়ে আমরাও লড়াইয়ে পাশে থাকব।’