Latest News

March 5, 2014

Power tariff in Bengal to be slashed from April

Power tariff in Bengal to be slashed from April

The State Electricity Board is on the verge of decreasing the price of electricity for its consumers by at least 3 paise per unit. West Bengal Chief Minister Ms. Mamata Banerjee had announced that efficiency input in power sector has led to monetary surplus, which would be ploughed back to the consumers to generate lower tariffs.

The consumers of the State Electricity Board will receive this service from April 2014. Those who use very little electricity i.e. 102 unit in every three months may get a discount of 18 paise per unit. Suggestions have been made to give a discount of 5 paise per unit in labour colonies across the state.

The Trinamool Government has once again shown its pro-people stand. Yet another promise made by the Chief Minister has been fulfilled. The Government will not incur any monetary burden in this process as the excess amount of around Rs. 1500 crore earned by the West Bengal State Electricity Board is being ploughed back to the consumers.

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন এলাকায় ইউনিট পিছু গড়ে তিন পয়সা করে মাসুল কমছে আগামী এপ্রিল মাস থেকে এই নয়া হার কার্যকর হবে

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণ্টন সংস্থা এলাকায় বিদ্যুৎ মাসুল কমানোর কথা ঘোষণা করেন সে কথা মাথায় রেখেই রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা তাদের মাসুলের হার সংশোধনের প্রস্তাব পেশ করেছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের কাছে যা কার্যকর হলে আগামী অর্থবর্ষ (২০১৪১৫) থেকে বণ্টন এলাকার গ্রাহকদের বিদ্যুৎ বিল কিছুটা হলেও কমবে

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নানা উপায়ে খরচ কমিয়ে প্রায় ,৫০০ কোটি টাকার মতো সাশ্রয় করা হচ্ছে ওই টাকাই গ্রাহকদের মাসুল কমানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে সব ধরনের গ্রাহকদের জন্য মাসুল গড়ে তিন পয়সা কমলেও যাঁরা খুবই কম (তিন মাসে ১০২ ইউনিট) বিদ্যুৎ খরচ করেন, তাঁদের ইউনিট পিছু প্রায় ১৮ পয়সার মতো মাসুল কমতে পারে বিভিন্ন শ্রমিক কলোনিগুলিতেও ইউনিট পিছু গড়ে পাঁচ পয়সা করে মাসুল কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে তবে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন

মাসুল কতটা কমানো যেতে পারে, সে ব্যাপারে চূড়ান্ত প্রস্তাব কমিশনের কাছে পেশ করার আগে রাজ্যের বিদ্যুৎ কর্তারা বারবার বৈঠকে বসেছেন কয়েক দিন ধরে অনেক অঙ্ক কষে গড় মাসুল তিন পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে