July 18, 2019
Abu Taher Khan speaks on the BSF not doing enough to prevent cow smuggling in border areas

FULL TRANSCRIPT
স্পিকার স্যার,
মাননীয় সংসদীয় মন্ত্রীও এখানে উপস্থিত আছেন। উনাকে ধন্যবাদ জানাই। এতো রাত্রি পর্যন্ত উনি এই হাউসে উপস্থিত আছেন।
সর্বোপরি আমার এলাকা মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের একটি জেলা, বর্ডার অধ্যুষিত এলাকা। সেই বর্ডারে ২৪০কিমি কাঁটাতারের বেড়া থাকার কথা, কিন্তু ১০০ কিমি কাঁটাতারের বেড়া দেওয়া আছে। বাকি এলাকায় কোন বেড়া নেই। ২৫০ কিমি রাস্তা BADP (Border Area Development Project)-এর রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে গরু পাচার নিয়ে বলা হচ্ছে। দুর্ভাগ্য আমাদের। আজকে বলা হয়েছে সেখানে মাদ্রাসা গুলো সন্ত্রাসবাদের আখড়া। আজকে এগুলো নিয়ে ভীষণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ব্যস্ত থাকেন। বর্ডার এলাকায় গরু পাচার হচ্ছে কিনা, BSF এর এগুলো দেখার কথা। BSF সেখানে নীরব। Media, কেন্দ্রীয় সরকার সেখানে নীরব। অথচ দেখার কথা কেন্দ্রীয় সরকারের। দুর্ভাগ্য আমাদের, যে BSF সেখানে কোন কাজ করছে না। মাননীয় সরকারের কাছে আবেদন করবো বর্ডার টা দেখা হোক, BSF সেখানে কাজ করছে না, সেগুলো দেখা হোক।