মে ২, ২০১৯
নির্বাচন এলেই বিজেপি রামের নাম করে: পলতায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তর ২৪ পরগনা জেলার পলতায় একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তৃতায় তিনি বলেন যে বিজেপি রামের নাম করলে বোঝা যায় নির্বাচন এসেছে। তিনি বিজেপির নামে অভিযোগ করে বলেন যে ওই দল রাজ্যে বিভাজনের রাজনীতি চালু করতে চাইছে
তাঁর বক্তৃতার কিছু অংশঃ
- যখনই শুনবেন বিজেপি-র মুখে রাম-নাম, তখনই বুঝবেন যে নির্বাচন এসে গেছে। ওরা রাম মন্দির বানাতে তো পারেইনি এমনকী বারাণসীর গঙ্গার ঘাটের সংস্কার ওরা করে উঠতে পারেনি।
- এরপরেও ওদের বলে বেড়াচ্ছে যে বাংলায় কোনও উন্নয়ন হয় নি। আগের রাজ্য সরকারের আমলে যখন সাধারণ মানুষ ভুগেছেন তখন এই বিজেপি-র কোনও দেখা পাওয়া যায় নি।
- গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমের মহন্ত আমায় সেদিন বললেন যে রামচন্দ্র যেন এই নির্বাচনে বিজেপি-র এজেন্ট হয়েছেন।
- আগে ওরা এখানে এসে দেখুক গঙ্গাসাগর, তারাপীঠ, তারকেশ্বর, বক্রেশ্বর, কঙ্কালীতলা এইসব জায়গার কি কি উন্নয়ন হয়েছে, দক্ষিণেশ্বরের স্কাই-ওয়াকে চড়ুক তারপরে না হয় কিছু বলুক।
- আমরা যে সব ঘাটে ছট পুজো হয় তারও সংস্কার করে দিয়েছি।
- এখানের দীনেশ ত্রিবেদী ‘শ্রেষ্ঠ সাংসদ’ পুরস্কার জিতেছেন। এটা আমাদের দলের এবং এখানকার মানুষের গর্ব। তারপরে যদি আমি ওনাকে প্রার্থী না করি সেটা কি ভাল হত?
- দীনেশদা দলের জন্মলগ্ন থেকে আমাদের সঙ্গে আছেন। সিঙ্গুর-নন্দীগ্রামে আমাদের সংগ্রামের কথা তিনি সংসদের সামনে তুলে ধরেছিলেন।
- এমনকি আমাদের দমদমের প্রার্থী সৌগত রায়ও খুব ভাল সাংসদ।
- আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করেছি কারণ এতে প্রথমে আপনাকে ছ-বছরের জন্যে বিদেশী বলে ঘোষণা করা হবে। তারপর ওদের খেয়ালখুশি মতো আপনি নাগরিকত্ব পেতেও পারেন, নাও পেতে পারেন।
- আমাদের দেশের সাথে প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন চুক্তি অনুযায়ী যেমন ইন্দিরা-মুজিব চুক্তি বা নেহেরু-লিয়াকৎ চুক্তি অনুযায়ী ২৫শে মার্চ ১৯৭১ সাল পর্যন্ত যারা ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিক। তাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না।
- আমরা ৮৮ টি উদ্বাস্তু কলোনি চিহ্নিত করেছি। এর মধ্যে কিছু কেন্দ্রীয় সরকারি জমিতে অবস্থিত। আমরা এগুলোকে মান্যতা দেওয়ার কথা বলেছি।
- আর বিজেপি-র যদি এত হিন্দু-প্রেম তাহলে আসামে ২২ লাখ হিন্দুদের নাম কেন NRC লিস্ট থেকে বাদ দিল? কেনি বা পাঁচজন দলিত বাঙ্গালিকে ঠান্ডা মাথায় খুন করা হল?
- আমি অনেক গুন্ডা-গদ্দার দেখেছি। আমায় সহজে ভয় দেখানো যায় না। আমি সারাজীবন সংগ্রাম করে এসেছি, আমি ভয় পাই না। এখন আমার লক্ষ্য হল মোদীকে ক্ষমতাচ্যুত করা।