সাম্প্রতিক খবর

মে ৮, ২০১৯

আমরা পুরুলিয়াকে সেরা পর্যটন কেন্দ্র করব, বিজেপি এলে সেটা হবে নাঃ কোটশিলায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা পুরুলিয়াকে সেরা পর্যটন কেন্দ্র করব, বিজেপি এলে সেটা হবে নাঃ কোটশিলায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা প্রার্থী ডঃ মৃগাঙ্ক মাহাতর সমর্থনে আজ পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কাছে কোটশিলায় এক নির্বাচনী সভা করেন।

তিনি বলেন, জঙ্গলমহলে শান্তি ফিরেছে এবং দার্জিলিঙের মত পর্যটকদের স্বপ্নের জায়গা হওয়ার সম্ভাবনা আছে। বিজেপি এখানকার ভালো হতে দেবে না।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছি। আগে মানুষ এখানে বেড়াতে আসতেও ভয় পেত। একদিকে ছিল মাওবাদীদের অত্যাচার অন্যদিকে ছিল সিপিএমের অত্যাচার।

জঙ্গলমহলের সৌন্দর্য খুব বেশী। এখানে যুব আবাসন হয়েছে, কটেজ তৈরী হচ্ছে, হোমস্টে ট্যুরিজম তৈরী হচ্ছে। প্রশাসন এগুলো তাড়াতাড়ি করতে সাহায্য করবে।

বিজেপিকে জিজ্ঞেস করুন তোমরা আমাদের জন্য কি করেছ? তোমাদের কেন ভোট দেব?

বিজেপি এখানকার ভালো হতে দেবেনা। এখানে বিজেপি নেতারা আসে মিথ্যে কথা ও গুজব ছড়িয়ে মানুষে মানুষে ঝামেলা লাগাতে।

যখন মাওবাদী এখানে আক্রমণ করত, তখন বিজেপি একবারও খোঁজ নিয়েছিল? যখন এখানকার মানুষ জল পায় না, একবারও দেখতে এসেছেন? বরং এখানে আদিবাসী ও মাহাতদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।

ঝাড়খণ্ড জোর করে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। আমরা কারোর জমি কেড়ে নিই না। আমরা আইন করেছি এরাজ্যে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না, কেনাও যাবেনা। আমরা আদিবাসীদের তাদের জমির পাট্টা দিয়েছি।

বিজেপি সবার মধ্যে ঝামেলা লাগাচ্ছে। মানুষে মানুষে বিভেদ তৈরী করছে।

বাংলায় দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ঈদ, বড়দিন সব হয়। যে যার নিজের ধর্ম পালন করবে। আপনি বিজেপির চাপিয়ে দেওয়া দেবতাকে কেন পুজো করবেন? বিজেপি একটা ছবি বা মূর্তি বসিয়ে বলে দেয় এই তোমাদের দেবতা। নির্বাচন এলেই বিজেপি শ্রীরামচন্দ্র ও মা সীতাকে ডাকে।

আগেরবার বলেছিল আমি চৌকিদার। মোদীবাবুর স্ত্রী আছে। মোদী বাবু হলফনামা জমা দিয়েছেন, সেখানে লিখেছেন, স্ত্রী কি করেন, পরিবারের আয়, পরিবারের সম্পত্তি, স্ত্রী থাকেন কোথায়- সব কিছুই তিনি জানেন না বলেছেন? এখন বলছে উনি চৌকিদার। উনি কি রকম চৌকিদার আমরা জানি। ওনার মত চৌকিদার দেশের দরকার নেই।