সাম্প্রতিক খবর

মে ১৬, ২০১৯

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা বিচ্ছিন্ন ঘটনা নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা বিচ্ছিন্ন ঘটনা নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিজেপির মূর্তি ভাঙার ইতিহাস মোটেই নতুন নয়।

পড়ুন ওনার ফেসবুক পোস্টটি:

পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বিজেপির মূর্তি ভাঙার ইতিহাস মোটেই নতুন নয়।

ওরা ২০১৮ সালে ত্রিপুরাতে জেতার পরপরই পুরোনো মূর্তি ভেঙেছে। ত্রিপুরাতে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে বুলডোজার দিয়ে মূর্তি ভাঙা হয়। সরকারি খরচে এই মূর্তি তৈরি করা হয়েছিল।

ভারতীয় সংবিধানের প্রাণপুরুষ তথা দলিতদের প্রবাদপ্রতিম নেতা ভীম রাও আম্বেদকরের মূর্তি বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মিরাঠে গত বছর মার্চ মাসে ভাঙা হয়।

অনেকেই সন্দেহ করেন যে ভেলোরে পেরিয়ারের মূর্তিও এই দলের কর্মীরাই ভেঙেছে।

২০১৮ সালের মার্চ মাসে সংসদে মূর্তি ভাঙার এই বিষয়গুলিকে তুলে ধরা হয়। এই লজ্জাজনক ঘটনার পর, বর্তমান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এই মূর্তি ভাঙা আটকাতে প্রতি রাজ্যে দুজন করে উপদেষ্টা নিযুক্ত করে।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। মোদী ও অমিত শাহের হিংসা ও বিভেদের আদর্শের পরিপন্থী আমরা।

বহিরাগত গুন্ডাদের হাতে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় সারা বাংলা মর্মাহত। বিদ্যাসাগর মহাশয় ছিলেন বাংলার এক সংস্কারক, দার্শনিক, শিক্ষাবীদ, যার নাম সব জায়গায় সম্মান ও শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়।

বিজেপির গুন্ডাদের এই দুষ্কৃতীমূলক কার্যকলাপকে বাংলার মানুষ ধিক্কার জানায়।

ফেসবুক পোস্টের জন্য এখানে ক্লিক করুন